আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার কিথ স্ট্যাকপোল প্রয়াত। মৃত্য়ুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। 

আবির্ভাবের সময়ে ছিলেন মিডল অর্ডার ব্যাটসম্যান। ১৯৬৬ সালের অ্যাশেজে তাঁর আত্মপ্রকাশ। অ্যাডিলেডে টেস্ট অভিষেক। মিডল অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি করতেন লেগ স্পিনও। 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে সাত নম্বরে নেমে কেরিয়ারের প্রথম সেঞ্চুরি। ১৯৬৯ সালে ওপেনিং করতে শুরু করেন স্ট্যাকপোল। বিল লরির সঙ্গে করতেন ওপেন। ওপেনিং করেই স্ট্যাকপোলের বিখ্যাত হওয়া। 

টেকনিক দুর্বল ছিল। কিন্তু আগ্রাসী ব্যাটিং করতেন। প্রবল জোরে শট করতেন। বারংবার অ্যাশেজেই নিজের সেরাটা তুলে ধরতেন। দেশের মাঠে ১৯৭০-৭১ সালের  অ্যাশেজে সাত ম্যাচে কিথ স্ট্যাকপোল রান করেছিলেন ৬২৭। সেই সিরিজেই কেরিয়ারের সেরা ২০৭ রানের ইনিংস খেলেছিলেন। 

ইংল্যান্ড সফরেও পেয়েছিলেন সাফল্য। ১৯৭২ সালের অ্যাশেজে করেছিলেন ৪৮৫ রান। সেি দুর্দান্ত পারফরম্যান্সের জন্যই ‘উইজডেন ক্রিকেটার অব দা ইয়ার’-এর স্বীকৃতি পান। তিনি। ১৯৭৪ সালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে দুই ইনিংসেই শূন্য রান করে আউট হয়েছিলেন। সেই টেস্ট ম্যাচের প্রথম বলেই ফুলটস ডেলিভারিতে আউট হয়েছিলেন। সেটাই ছিল তাঁর শেষ টেস্ট ম্যাচ। 

৪৩টি টেস্টে  সাতটি  সেঞ্চুরি ও ১৪ টি পঞ্চাশ তাঁর ঝুলিতে। স্ট্যাকপোলের সংগ্রহ ২,৮০৭ রান। উইকেট নেন ১৫টি। মোট ৬টি ওয়ানডে খেলেন তিনি। ইতিহাসের প্রথম ওয়ানডে ম্যাচটি খেলেন কিথ স্ট্যাকপোল। বল হাতে তিন-তিনটি উইকেট নিয়েছিলেন। পরে ওপেন করতে নেমে  ১৫ বলে ১৩ রান করে। পিঠের ব্যথায় ক্রিকেট ছাড়েন।

খেলা ছাড়ার পর কোচিং করান। রেডিও ও টিভি ধারাভাষ্যকার হিসেবেও সমাদৃত ছিলেন। সেই স্ট্যাকপোল প্রয়াত হলেন। ক্রিকেট মাঠ হারাল এক রূপকথাকে।